বান্দরবানের দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার তিনি আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির অভিযোগে বান্দরবানে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে এক হাজার কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন বান্দরবান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কেএম এহসান উদ্দিন চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যমে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে কটূক্তি করেছেন। এর ফলে বাদীর রাজনৈতিক দল আওয়ামী যুবলীগ ক্ষতিগ্রস্থ হয়েছে, যাতে এক হাজার কোটি টাকার সম্মানহানি হয়েছে।
৩০ জানুয়ারির মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত।