বান্দরবানের ছয় কৃতী শিক্ষার্থীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফলের পর সফলভাবে কর্মজীবনে প্রবেশ উপলক্ষে তাঁদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে ব্যারিস্টার বোচ হাই অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে লেখাপড়া করে সেই দেশের সুপ্রিম কোর্ট অব ভিক্টোরিয়ায় আইনজীবি হিসেবে নিবন্ধিত হয়েছেন। মংচিংনু মারমা ৩৬তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে মনোনীত, আসাদ উদ্দিন মোঃ আসিফ ও মাহমুদুল হক সানি ১০ম জুডিসিয়াল সার্ভিসে সহকারি জজ, মুহাম্মদ তোফাজ্জল হোসেন ৩৬তম বিসিএস-এ কৃষি ক্যাডারে এবং জয়দেব কর্মকার সাধারণ শিক্ষা ক্যাডারে মনোনীত হয়েছেন।
১৮ নভেম্বর শনিবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক দীপ্তি কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মকছুদুল আমিন। এছাড়াও সেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।