বান্দরবানে চলছে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা

বান্দরবানে পরিবার পরিকল্পনা মেলার স্টল পরিদর্শণ করছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অং চালু।

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। এ উপলক্ষে ৭ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসক আসলাম হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা তাঁর কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বনশ্রী সিনেমা হল প্রাঙ্গণে শেষ হয়। সেখানে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অং চালুসহ জেলার বিশিষ্টজনেরা। দুই দিনব্যাপী এই মেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল তাদের সেবা কার্যক্রম প্রদর্শণ করছে। এছাড়া কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে মেলায়। সমাপনী পর্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন