বান্দরবান জেলা শহরে ট্রাকের ধাক্কায় শওকত হোসেন (৩৭) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
বেলা ১ টার দিকে শহরের মেঘলা এলাকায় মৃত্তিকা সংরক্ষণ ও বিভাজিকা কেন্দ্রের কাছে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানার পদুয়া ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্তিকা এলাকায় একটি কলা বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে।
খবর পেয়ে র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পৌর মেয়র ইসলাম বেবী হাসপাতালে ছুটে যান নিহত শিক্ষককে দেখতে। এ সময় মন্ত্রী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।হেলমেট না পরায় মৃত্যুর ঘটনা ঘটেছে। হেলমেট থাকলে হয়তো তিনি বেঁচে যেতে পারতেন। এতে কলেজ একজন ভাল শিক্ষককে হারালেন। নিহত শিক্ষকের পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।’