উসিথোয়াই মার্মা, বান্দরবান॥ বান্দরবানে গ্রামপ্রধানের পদ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে একজন সাবেক গ্রামপ্রধান ও তাঁর ছেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। নিহতরা হলেন সাবেক গ্রামপ্রধান ক্যঅংপ্রু মারমা (৬৫) এবং তাঁর ছেলে মংচাইহ্লা (২২) মারমা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের উজানী পাড়া এলাকায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে একদল লোক সাবেক গ্রামপ্রধান ক্যঅং প্রুর বাসায় অতর্কিত হামলা চালায়। তাঁকে গুলি করে হত্যা করা হয়। পরে তাঁর ছেলে মংচাইহ্লা কে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রামপ্রধানের আরেক ছেলে মংক্যহ্লা (২৮) মারমার পায়েও গুলি করে দুর্বৃত্তরা।
পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, নতুন গ্রামপ্রধানের সাথে একজন সাবেক গ্রামপ্রধানের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার পাশের একটি জুমে কীটনাশক ছিটানো নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াও হয়। এ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল হক জানান, শনিবার সকালে পাড়ার লোকজন এবং জনপ্রতিনিধিরা খবরটি জানায়। এরপর লাশ দুটি উদ্ধারে সেখানে যায় পুলিশ। পাড়া প্রধানের লাশ বাসায় পাওয়া গেলেও তার ছেলের লাশ পাড়ার পাশে একটি ঝর্ণার কাছ থেকে উদ্ধার করা হয়।