বান্দরবানে খোলা চোখ ডটকমের উদ্যোগে ‘ডিজিটাল সিটিজেনশিপ’ বিষয়ক সেমিনার

খোলা চোখ ডটকমের উদ্যোগে আয়োজিত ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আবছার।

ডিজিটাল নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আইন-কানুনসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে তরুণদের সচেতন করার লক্ষ্যে বান্দরবানে ‘ডিজিটাল সিটিজেনশিপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

খোলা চোখ ডটকম আয়োজিত ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

১০ মার্চ শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনলাইন পোর্টাল ‘খোলা চোখ ডটকম’-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবছার, খোলা চোখ ডটকম-এর সম্পাদক ফরিদুল আলম সুমন ও এটিএন নিউজের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। দিনব্যাপী সেমিনারটিতে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রযুক্তির অপব্যবহাররোধে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের ডিজিটাল নিরাপত্তার ব্যাপারে দক্ষ হয়ে উঠতে হবে।

শেয়ার করুন