বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায়ের উৎসব রাজপুন্যাহ। ৮ মার্চ শুক্রবার সকালে শহরের রাজবাড়ি মাঠে জুমচাষিদের কাছ থেকে আদায় করা খাজনা রাজার হাতে তুলে দেন তার প্রতিনিধি হেডম্যান ও কারবারিরা। এর আগে রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উৎসব মঞ্চে আসেন বোমাং রাজা উ চ প্রু চৌধুরী।
এসব আনুষ্ঠানিকতায় রাজার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এবং রাজপরিবারের সদস্যসহ জেলার বিশিষ্টজনরা। রাজপুন্যাহ উপলক্ষে জেলার প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রাজবাড়ি প্রাঙ্গণে ভিড় জমান। আগত অতিথিদের সম্মানে উৎসব মঞ্চের সামনে আয়োজন করা হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাধারণত ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকে বেশ ঘটা করে রাজপুন্যাহ উৎসব হলেও এ বছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে চলতি মার্চ মাসে আয়োজন করে বোমাং সার্কেল কর্তৃপক্ষ।