বান্দরবানে কোনো শিল্পীই দুস্থ পরিচয়ে বেঁচে থাকবেন না, তাই শিল্পীদের নিরাপত্তা ফান্ড গঠন করার ঘোষনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (০১ ফেব্রুয়ারি) রাতে পার্বত্য মন্ত্রীর বাসভবনে শিল্পী সমাজের সাথে এক মত বিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি।
তিনি বলেন, “অনেকসময় শিল্পীদের দূরাবস্থার দৃশ্য চোখে পড়ে। শিল্পীদের জীবনের নিরাপত্তা প্রয়োজন। যারা নিজেদের মেধা ও শ্রম দিয়ে সাধারন মানুষের আনন্দ বিনোদনের খোরাক জোগান তাদেরকে যেন একটি সময়ে গিয়ে হতাশাগ্রস্থ হতে না হয়, চিকিৎসার অভাবে কষ্ট পেতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে শিগগিরই শিল্পীদের নিরাপত্তা ফান্ড গঠন করা হবে। দেশ ও জাতির উন্নয়নে শিল্পীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিল্পীদের বর্তমান, ভবিষ্যৎ, সমস্যা, সম্ভাবনার পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো।”
মন্ত্রী আরও বলেন, “সময়ের সাথে দেশ ও জাতি এগিয়ে চলেছে। পিছিয়ে পড়া এ অঞ্চলেও অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন। যারা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। এখন আর আমাদের অঞ্চল কোনো অঞ্চলের চেয়ে পিছিয়ে নেই। আমাদের শিল্পীরা যেন স্বয়ংসম্পূর্ণ হয়ে তাদের কর্মকান্ড চালিয়ে যেতে সেজন্যে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”
নতুন প্রতিভা সৃষ্টি এবং আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভা তুলে আনা প্রয়োজন। সেজন্য প্রবীণ শিল্পীদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান মন্ত্রী।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যশিল্পী দিলীপ চক্রবর্তী, শান্তি সারকী, সিনিয়র সঙ্গীত শিল্পী থোয়াইচিং প্রু নিলু, চিত্রশিল্পী আমিনুর রহমান প্রামাণিক, নাট্যশিল্পী মিলন ভট্টাচার্য্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের কালচারাল অফিসার ও সঙ্গীত শিল্পী চথুই ফ্রু, নাট্যশিল্পী কামরুন্নেছা খানম বেবী, বিশিষ্ট গজল শিল্পী জাহাঙ্গীর আলম, শিল্পী সমাজের সমন্বয়ক রাজেশ দাশ প্রমুখ। এছাড়াও জেলার প্রায় শতাধিক শিল্পী এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রীকে শিল্পী সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শিল্পীরা।