বান্দরবানে এম.এন লারমার মৃত্যুবার্ষিকী পালিত

এম. এন. লারমা

উসিথোয়াই মারমা, বান্দরবান ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে মানবেন্দ্র নারায়ণ লারমা (এম.এন. লারমা)’র ৩৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার সকালে প্রভাতফেরী, পুষ্পস্তবক অর্পণ এবং শোক র‌্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সকালে দলীয় কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী এম.এন লারমার স্মরণে খালি পায়ে হেঁটে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জনসংহতি সমিতি ছাড়াও হিল উইমেন্স ফেডারেশন, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় আঞ্চলিক পরিষদের সদস্য এবং জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে.এস মং মারমা প্রধান অতিথি ছিলেন।

এম.এন. লারমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং ১৯৭০, ১৯৭৩ সালে জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

শেয়ার করুন