বান্দরবানে উপজেলা পরিষদের সামনে থেকে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

বান্দরবান জেলা সদরে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক ও পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে ফিলিং স্টেশন থেকে বাসার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন নিখিল কান্তি দাশ। তার সঙ্গে ছিল ফিলিং স্টেশনের বিক্রি বাবদ জমা হওয়া নগদ ২ লাখ ১৫ হাজার টাকা।

এ সময় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে পৌঁছালে এক যুবক হঠাৎ পেছন থেকে তার হাতে থাকা টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারী দ্রুত উপজেলা পরিষদের ভেতর দিয়ে বাউন্ডারি দেয়াল টপকে অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন নিখিল কান্তি দাশ। তিনি জানান, ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। “২৫ বছর ধরে বান্দরবানে ব্যবসা করছি। এমন ঘটনার মুখোমুখি কখনও হইনি” বলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন