বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচন করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে জেলার ঐতিহ্যবাহী রাজার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব, সাবেক পৌর মেয়র ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজা। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে মাইদং ত্রিপুরা একাদশ মুখোমুখি হয় ভিক্টোরিয়াস ভাইকিংস ফুটবল একাদশের। উত্তেজনাপূর্ণ এই খেলায় মাইদং ত্রিপুরা একাদশ ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় লাভ করে।
এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
১) মাইদং ত্রিপুরা একাদশ বনাম ভিক্টোরিয়াস ভাইকিংস
২) এফ সি ফ্রাংকো বনাম জিটিএল-কালাঘাটা
৩) অ্যাভেঞ্জার্স বনাম ফারুক টিম্বার্স
৪) যুব ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান বনাম ব্রাদার্স ইউনিয়ন আলীকদম
৫) বান্দরবান ম্রো এফ সি বনাম বান্দরবান মুনস্টার ক্লাব
৬) তাজিংডং ফ্রেন্ডস ক্লাব বনাম ফাইটাস অফ আলীকদম
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম মামুন, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, চনুমং মার্মা, রফিকুল ইসলাম, নাছিরুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।