বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন করে আরো তিন জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া এ তিন জনই এর আগে শনাক্ত হওয়া এবং পরিচয় গোপন করা নারীর স্বজন বলে জানা গেছে।
তাদের সবার বাড়ী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া গ্রামে। এখন পর্যন্ত সবাই নিজ নিজ বাড়ীতে লকডাউনে রয়েছেন। আগামিকাল শুক্রবার তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এ নিয়ে সীমান্তবর্তী এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচে।
এর আগে জেলার থানচিতে দুই জনের এবং লামা উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়। থানচিতে শনাক্ত হওয়া দুই ব্যক্তির মধ্যে এক জনের (পুলিশ সদস্য) দ্বীতিয় দফায় পরীক্ষায়ও পজেটিভ পাওয়া গেছে।
সব মিলিয়ে পার্বত্য এ জেলাটিতে মোট করোনা রোগীর সংখ্যা আট জনে এসে দাঁড়ালো। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। নতুন শনাক্ত হওয়া রোগী ছাড়া বাকী সবাই আলাদা জেলার আলাদা আলাদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু খোলা চোখ ডটকমকে তথ্যগুলো নিশ্চিত করেছেন।