বান্দরবানে আওয়ামীলীগ নেতা হত্যার প্রতিবাদে হরতাল (ভিডিও)

হরতালে সবধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবি- খোলা চোখ ডটকম।

বান্দরবান শহর আওয়ামীলীগ নেতা চথোয়াইমংকে অপহরণের পর হত্যার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।

সকাল থেকে হরতালের সমর্থনের শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও কোথাও কোথাও পিকেটিং করেছে হরতালকারীরা। তবে কোথাও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। বন্ধ রয়েছে সবধরনের যানচলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান।

চথোয়াইমং মারমাকে অপহরণ ও হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের হরতাল।

বান্দরবান পৌর আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মারমাকে অপহরণ ও হত্যার প্রতিবাদে বান্দরবানে অর্ধদিবস হরতাল পালন করেছে জেলা আওয়ামী লীগ।

Posted by খোলা চোখ on Sunday, 26 May 2019

হরতালের কারণে ভোগন্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সপ্তাহের বাজারের দিনেও যান চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ কড়া নজর রাখছে। যে কোন ধরনের পরিস্তিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে বান্দরবান সদর উপজেলার কুহালং ই্উনিয়নের উজিপাড়া গ্রাম থেকে বান্দরবান শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর চথোয়াই মং মার্মাকে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। এর তিন দিন পর ২৫ মে দুপুরে একই ইউনিয়নের জর্ডান পাড়া থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতিকে দায়ী করে হরতাল আহবান করে জেলা আওয়ামীলীগ।

শেয়ার করুন