প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবান বান্দরবানে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগের দুই নেতা আটক

বান্দরবানে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগের দুই নেতা আটক

১১ ফেব্রুয়ারি বান্দরবান থেকে আটক সেলিম রেজা ও ঝুন্টু দাশ

বান্দরবানে যৌথ বাহিনীর পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের এক ওয়ার্ড সম্পাদককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বান্দরবান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর ছাত্র-জনতার করা এক নাশকতা মামলায় ঝুন্টু দাশকে অভিযুক্ত করা হয়। অন্যদিকে, সেলিম রেজা নাশকতার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হন। ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর পর এই দুই নেতাকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হলো।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন