বান্দরবানে অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন টমটম চালকরা। এ ঘটনায় ১০ টমটম (ব্যাটারিচালিত অটোরিক্সা) চালককে আটক করেছে পুলিশ। ২৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কনস্টেবল রনি শর্মা জানান, তিনি সকালে ট্রাফিক মোড় থেকে বালাঘাটাগামী টমটমে উঠলে সেখানে ৫ জন যাত্রী হয়। সাথে যাত্রীদের অনেক মালামালও ছিলো। এরপরও চালক আরো একজন যাত্রী নিতে চাইলে তিনি আপত্তি জানান। এ সময় বাকবিতন্ডার এক পর্যায়ে লাইনম্যান কামাল এবং চালক সোহেলসহ কয়েকজন টমটম চালক তাকে মারধর করেন।
ঘটনাস্থলে উপস্থিত টমটম চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ বলেন, রনি শর্মার সাথে বাকবিতন্ডা হতে তিনি শুনেছেন। পরে কয়েকজন মিলে তাকে মারধরও করেছে।
ঘটনার পর রনি শর্মা থানায় এসে অভিযোগ করলে পুলিশ ১০ চালককে আটক করে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, প্রধান অভিযুক্ত চালক এবং লাইনম্যান পলাতক রয়েছে। আটক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আরো কেউ জড়িত ছিলো কিনা তা জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বান্দরবান শহরে ব্যাটারিচালিত টমটম রিক্সাগুলো পৌরসভার অযান্ত্রিক যানবাহনের লাইসেন্সের মাধ্যমে চলাচল করে। প্রশিক্ষণবিহীন চালকদের বেপরোয়া চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন হেডলাইট ব্যবহার করে রাস্তার অন্যান্য যানবাহনকে ঝুঁকিতে ফেলে দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে এসব টমটমের বিরুদ্ধে।
এছাড়া বিদ্যুতের বাণিজ্যিক মিটার থেকে চার্জ দেবার নিয়ম থাকলেও অনেক টমটম চালক বাসাবাড়ির আবাসিক সংযোগ থেকে সারারাত টমটমের ব্যাটারি চার্জ করেন বলে অভিযোগ রয়েছে।