বান্দরবান-কেরাণীহাট সড়ক থেকে বন্যার পানি নমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলের পর থেকে কিছু যানবাহন সীমিতি পরিসরে চলাচল করতে শুরু করে।
আজ সকাল থেকে পুরোদমে বিভিন্ন রুটে বাস, মিনিবাসসহ ছোট যানবাহনগুলো শহর ছেড়ে যেতে দেখা গেছে।
পূরবী, পূর্বানী বাস কাউন্টারে কর্মরত যানবাহন শ্রমিকরা জানান, সড়কে এক থেকে দেড়ফুট পানি এখনো রয়ে গেলেও তাতে গাড়ি চলতে অসুবিধা নেই। এখন থেকে সময়মতো গাড়ি ছেড়ে যাবে। তবে যাত্রী সংকট রয়েছে। একই সাথে দুরপাল্লার যানবাহনও ছেড়ে যাবার কথা রয়েছে বলে জানান হানিফ পরিবহণের প্রতিনিধি মো. ইসমাইল।
দীর্ঘ ১০ দিন পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গত ৮ জুলাই থেকে টানা বর্ষনের কারণে বান্দরবান-কেরাণীহাট সড়কের বাজালিয়ার বড়দুয়ারায় সড়ক তলিয়ে সারাদেশের সাথে বান্দরবানের যোগাযাগ বিচ্ছিন্ন ছিল। ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।