বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি ৯,৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ শাহিন পেয়েছেন ১,০৬৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম পেয়েছেন ৮৮ ভোট।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিম ১৬ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজনসহ মোট ১২জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার আয়তন প্রায় ২৮.৪৯ বর্গকিলোমিটার। পৌর এলাকার ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯।