বান্দরবানের লামা উপজেলার পূর্ব নয়াপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
নিহতের স্ত্রী জানান, তার স্বামী প্রায় এক সপ্তাহ ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। পরে তার ঘন ঘন বমি এবং বুক ফুলে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে তার রোগ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ- জান্নাত রুমি জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেবার সময় ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া ব্যক্তিদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পরীক্ষায় করোনা সনাক্ত হলে মৃত ব্যক্তির পুরো গ্রামকে লকডাউন করা হবে।
নয়াপাড়া এলাকায় ওই ব্যক্তির বাড়ি থেকে নমুনা সংগ্রহের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।