বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে টমটম ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ডুলহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানে এই দুর্ঘটনাটি ঘটে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানিয়েছেন, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরো ১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন, রহিমা বেগম (৫০), আবু তালেব (৩২) ও মো. ইব্রাহিম (১৫)। এরা তিনজনই ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলির আগা কুরুকপাতা ঝিরির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মো. নাছির উদ্দিন জানান, টমটমটি ৭জন যাত্রী নিয়ে ডুলহাজারা বাজারের যাচ্ছিল আর বিপরীত দিক থেকে ডাম্পার গাড়িটি হারগাজা ব্রিকফিল্ডে ইট নেয়ার জন্য আসছিল। এ সময় ডুলহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানের মোড়ে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই ডাম্পার গাড়ির ড্রাইভার পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাম্পার গাড়িটি আটক করা হয়েছে।

শেয়ার করুন