বান্দরবানের লামা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার জনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা থেকে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে ১১টি দেশীয় ওয়ান শুটার গান, ১৪টি এক নলা বন্দুক ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত চার ব্যক্তি থুইসামং মারমা, সাইমং মারমা, মিফং মারমা ও এক্য মারমা চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছে বলে জানিয়েছে র্যাবের সূত্র।
র্যাব-৭ কক্সবাজার ইউনিটের মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সহায়তায় ফাঁসিয়াখালী ইউনিয়নে এ অভিযান চালানো হয়। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় একটি পরিত্যক্ত জুম ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।