বান্দরবানের লামা উপজেলার একই এলাকা থেকে একই রাতে দু’টি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লামা পৌরসভার নুনারঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। রাতের কোনো এক সময় নুনারঝিরি গ্রামের রুস্তম আলীর বাড়ি থেকে ১টি ইয়ামাহা ফেজার ও ¤্রা মং মার্মার ভাড়া বাড়ি থেকে ১টি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল নিয়ে যায় চোরেরা।
চুরি হয়ে যাওয়া ডিসকভার-১০০সিসি মটর সাইকেলের মালিক মো. শহীদ উল্লাহ জানান, বাড়ির নিচতলায় গ্রিলের ভেতর তালাবদ্ধ করে রাতে গাড়ি রেখেছি। সকালে উঠে দেখি গাড়ি নেই। চোরের দল গ্রিল ও মটর সাইকেলের ৪টি তালা ভেঙ্গে গাড়িটি নিয়ে গেছে।
ইয়ামাহা ফেজার মটর সাইকেলের মালিক জহিরুল ইসলাম সুজন জানান, পাশের রুমে আমাদের দুই ভাইয়ের দুইটি মটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গাড়ি দু’টি নেই। অনেক খোঁজাখুজির পর ছোট ভাইয়ের মটর সাইকেলটি পাশের ধানক্ষেতে পাওয়া যায়। গাড়িটিতে তেল না থাকায় চোরেরা সেটা চালিয়ে নিতে পারেনি। আমার ইয়ামাহা ফেজার মটর সাইকলেটি নিয়ে গেছে। আমার গাড়িটি আকাশী ও কালো রংয়ের।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
– লামা (বান্দরবান) প্রতিনিধি