বান্দরবানের লামা উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন পুরো একটা পাড়ার বাসিন্দারা। তাদের মধ্যে ৩৩ জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা সবাই উপজেলার সদর ইউনিয়নের পুরাতন লাইল্যা মুরুং পাড়ার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানিয়েছেন, ‘প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে রোগটি হাম। তারপরেও আমরা নিশ্চিত হবার জন্যে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের গবেষণাগারে পাঠাচ্ছি। রোববার খবর পাওয়া মাত্র তিন সদস্যের একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছিলাম। প্রাথমিক চিকিৎসা দিয়ে সোমবার রোগীদেরকে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে ২টি ওয়ার্ডকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। ৩৩ জন রোগীকে সেখানে আলাদা রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।’
পুরাতন লাইল্যা মুরুং পাড়ার পাড়া প্রধান লাতুং কারবারী বলেন, ‘গত এক মাস ধরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে দুতিয়া ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাড়ার লোকজন প্রায় সকলে অসুস্থ। আক্রান্তদের বেশিরভাগ শিশু।’
লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘সপ্তাহখানেক ধরে ওই পাড়াটির অনেক মানুষ অসুস্থ হবার খবর পাচ্ছিলাম। পরে অনেকেই আক্রান্ত হয়ে পড়লে সোমবার সকালে তাদের লামা হাসপাতালে নিয়ে আসি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাদের সকল চিকিৎসা ও খাবারের খরচ বহন করব।’
লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, ‘উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়র ও লামা থানার অফিসার ইনচার্জ হাসপাতাল পরিদর্শন করেছেন। আমরা সবকিছুর খোঁজখবর রাখছি।
সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানিয়েছেন, ‘আক্রান্তদের শরীরে হামের মত গুটি উঠেছে। তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তবে পাড়ার আশেপাশে যাতে রোগ আরো ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সেখানে একটি মেডিকেল টিম কাজ করছে।’
লাইল্যা ম্রো পাড়া লামা উপজেলা সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকা।