বান্দরবানের লামায় ৪ অবৈধ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বান্দরবানের লামায় অবৈধ চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২০ জানুয়ারি সোমবার দুপুরে লামার ফাইতং ইউনিয়নে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন লামার সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক রেজাউল করিম। এছাড়াও লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসবিডব্লিউ, ৫বিএম, এমবি আই এবং ডিবিএম নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়।

অভিযানের সময় ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে এবং পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। প্রশাসন ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে কাঁচা ইট ও চুল্লির আগুন নিভিয়ে দেয়।

লামার সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, কোনো ইটভাটার বৈধ অনুমোদন নেই। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন