বান্দরবানের রোয়াংছড়ি থেকে রুমা উপজেলা পর্যন্ত সড়ক নির্মাণ শুরু

বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানের রোয়াংছড়ি থেকে রুমা উপজেলা পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ৪৭ কোটি ৯০লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রোয়াংছড়ি সদরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজসহ জেলার বিশিষ্টজনেরা।

শেয়ার করুন