বান্দরবানের মেঘলা এলাকায় চলাচলের রাস্তা খুলে দিতে স্থানীয়দের মানববন্ধন

বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় পাড়াবাসীর চলাচলের পথ বন্ধ, স্থানীয় দোকানদারদের শারিরীক নির্যাতন এবং দোকান ভেঙ্গে দেবার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ২৭ জানুয়ারি রোববার সকালে মেঘলা পর্যটন কেন্দ্রের দ্বিতীয় গেইটে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক বাসিন্দা।

সেখানে নেতৃত্ব দানকারী ব্যক্তিরা বলেন, জেলা প্রশাসন মেঘলার নিরাপত্তার অজুহাতে তঞ্চঙ্গ্যা পাড়া ও ডলুঝিরি পাড়ার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে অগ্নিকান্ড, অসুস্থতাসহ দৈনন্দিন প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্যে স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান। এছাড়া গত ৪ জানুয়ারি মেঘলার পার্শ্ববর্তী এলাকার এক দোকানদারকে জেলা প্রশাসক শারিরীকভাবে লাঞ্চিত করেছেন বলেও অভিযোগ তোলা হয়।

শেয়ার করুন