বান্দরবানের প্রকাশিত হলো বম নৃ-গোষ্ঠীর ভাষায় প্রথম ব্যাকরণ বই

বান্দরবানে বেসিক বম গ্রামার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বম ভাষায় প্রথম ব্যাকরণের বই প্রকাশিত হয়েছে। ১১ জানুয়ারি শুক্রবার সকালে জেলা শহরের কালাঘাটায় বম ছাত্রাবাস মিলনায়তনে ‘বেসিক বম গ্রামার’ নামক বইটির মোড়ক উন্মোচন করেন জেলা পরিষদের সদস্য জুয়েল বম। বইটি রচনা করেছেন বম ভাষার লেখক ভাননুনসিয়াম বম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভাননুনসিয়াম জানান, বম জনগোষ্ঠীর জনসংখ্যা মাত্র ১১ হাজারের কাছাকাছি। ভাষার মাধ্যমেই জাতিসত্ত্বার পরিচয় টিকে থাকে। কিন্তু এতোদিন বম ভাষার শুদ্ধ চর্চার জন্যে কোনো ব্যাকরণ ছিলোনা। তাই ভাষাও বিকৃত হয়ে যাচ্ছিলো। এসব বিষয় মাথায় রেখেই ব্যাকরণ বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রেসবেটারিয়ান চার্চের পরিচালক লালজারলম বম। অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, লেখক পাকসিম বিতলুং, থিমকুব বম, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, মানবাধিকারকর্মী অং চ মং, খুমি নৃ-গোষ্ঠীর নেতা লেলুং খুমিসহ জেলার বিশিষ্টজনেরা। বইটি প্রকাশ করেছে প্রেসবেটারিয়ান চার্চ অব বাংলাদেশ।

শেয়ার করুন