বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু-ঘুনধুম সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়েছে মিয়ানমার। অস্ত্র নিয়ে সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নিয়েছে তারা। এতে জিরো লাইনে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাও করছেন কেউ কেউ।
সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, আজ ১ মার্চ বৃহষ্পতিবার সকাল থেকে ৭-৮টি ট্রাকে করে মিয়ানমারের সেনা সদস্যরা সীমান্তে এসেছেন। তারা কাঁটাতারের সীমানা ঘেঁষে বাংকারগুলোতে অবস্থান নিয়েছেন। সাথে সে দেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র সদস্যরাও রয়েছেন। অন্যদিকে জিরো লাইন থেকে রোহিঙ্গাদেরকে সরে যাবার জন্যে মিয়ানমার কর্তৃপক্ষ মাইকিং করছে বলেও জানান তাঁরা।
বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আবদুল খালেক জানান, মিয়ানমার প্রায় সময়ই তাদের সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে থাকে। এ ঘটনায় দেশের সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সকাল থেকে মিয়ানমারের সৈন্য সংখ্যা বৃদ্ধিতে জিরো লাইনে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখনো কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে জানা যায়নি।