বান্দরবানের তিন উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে করোনাভাইরাসের রোগী সনাক্ত হওয়ায় লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির আহবায়ক শামীম হোসেন জানান, ‘এই তিনটি উপজেলা কক্সবাজারের পার্শ্ববর্তী হওয়ায় এগুলো ঝুঁকিতে রয়েছে। তাই তিন উপজেলার লোকজনের বাইরে যাওয়া এবং বাইরে থেকে সেখানে ঢোকা লকডাউন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই লকডাউন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, ‘নাইক্ষ্যংছড়িতে প্রতিদিন কক্সবাজার থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লকডাউন করা হলো।’
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাও লকডাউনের কথাটি নিশ্চিত করেছেন।
বান্দরবানে এখন পর্যন্ত জেলা সদর হাসপাতালে ৯ জন এবং নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন ৪১ জন। এদের মধ্যে বিদেশফেরত এবং তাদের সংস্পর্শে যাওয়া লোকজন রয়েছেন।