বান্দরবানের আলীকদমে সেনা অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি বিদেশি পিস্তল, গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহষ্পতিবার বিকালে উপজেলার ভাগ্যঝিরি এলাকার একটি পরিত্যক্ত জুম ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল সাইফ শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যঝিরি এলাকার গহীন অরণ্যে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরপর সেখান থেকে মাটির নিচে লুকিয়ে রাখা আমেরিকার তৈরি গ্রেনেড, যুক্তরাজ্যে তৈরি পিস্তল, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, আপাততঃ সন্ত্রাসীদের কোনো পরিচয় জানা যায়নি। তবে আলীকদম উপজেলার দুর্গম এলাকাগুরোতে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন