নিজস্ব প্রতিবেদক।। “বান্দরবানের মানুষের ভাগ্য উন্নয়নে নিজের অসমাপ্ত কাজ শেষ করতে চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, বিগত দিনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের আওয়ামীলীগ সরকার যেসব উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল তার অনেকগুলোই বাস্তবায়ন হয়েছে, আরো অনেক প্রকল্প বাস্তবায়নের পথে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন দ্রæত হবে। তাই এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে আগামি সংসদ নির্বাচনেও আওয়ামীলীগকে জয়ী করার বিকল্প নাই”।
সকালে বান্দরবান ৩০০ নং আসন থেকে নৌকা প্রতীকে নিজের মনোনয়ন জমা দিতে রির্টানিং অফিসারের কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় তিনি নৌকা প্রতীকে আগামি র্নিবাচনে ভোট চান এলাকাবাসীর কাছে।
এর আগে বেলা ১১ টার বান্দরবান শহরের নিজ বাসভবন থেকে শতাধিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. দাউদুল ইসলামের হাতে নিজের মনোনয়ন পত্র তুলে দেন। এসময় জেলা আওয়ামলীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, আওয়ামীলীগ নেতা, আব্দুর রহিম চৌধুরী, লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, অনিল কান্তি দাশ, অমল কান্তি দাশ, দিলীপ বড়–য়াসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
###