প্রচ্ছদ বাংলাদেশ বান্দরবানবাসী স্মার্ট নেটিজেন কুইজের গোপন তথ্য ফাঁস!

বান্দরবানবাসী স্মার্ট নেটিজেন কুইজের গোপন তথ্য ফাঁস!

গ্রুপের সদস্যদেরকে উৎসাহিত করার জন্য এটি একটি কৌতুকপ্রদ পোস্ট। নিয়মতান্ত্রিক সংবাদ নয়।

বান্দরবানবাসী গ্রুপ ১০ বছরে পদার্পণ উপলক্ষে একটা কুইজের খবর পাওয়া যাচ্ছে। গোপন সূত্র থেকে ফাঁস হওয়া খবরে জানা গেছে, এই কুইজে নিম্নলিখিত তথ্যগুলোর মধ্য থেকে প্রশ্ন করা হবে। এগুলো জানা থাকলে আপনি সহজেই কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন। (এটি আমাদের কোনো নিয়মতান্ত্রিক সংবাদ নয়, কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে এই তথ্যগুলোকে উৎসাহব্যঞ্জক করে তোলার জন্য কৌতুকপ্রদভাবে উপস্থাপন করা হয়েছে।) কুইজের লিংক

আসুন দেখে নিই কী কী তথ্যের ভিত্তিতে প্রশ্ন করা হচ্ছে:

সাইবার সচেতনতা: 

১. সাইবার বুলিংয়ের শিকার হলে কোথায় অভিযোগ করতে হয়?
২. সাইবার বুলিং কাকে বলে?
৩. সাইবার বুলিংয়ের শাস্তি কী?
৪. মোবাইল ফোন হারালে সেটা ফিরে পাবার জন্য কোথায় অভিযোগ করতে হয়?
৫. মেসেঞ্জার বা হোয়াটসএপের স্ক্রীনশট ফাঁস করার নিয়ম কী?
৬. পত্রপত্রিকা বা টিভি চ্যানেলের নিউজের পোস্টে কীভাবে কমেন্ট করতে হয়?
কুইজে ঢুকলে চারটি অপশন থেকে এগুলোর উত্তর সহজেই পেয়ে যাবেন।

বান্দরবানের সাধারণ তথ্য:

১. বান্দরবান জেলা ঘোষণা হয় কত সালে? – ১৯৮১ সালের ১৮ এপ্রিল

২. বান্দরবান জেলার আয়তন কত? – ৪৪৭৯.০৩ বর্গ কিঃমিঃ

৩. সরকারি হিসাবে বান্দরবানের শিক্ষার হার কত? – ৪৩%

৪. বান্দরবানে কলেজের সংখ্যা কয়টি? – ১০টি

৫. বান্দরবানে নদ-নদীর সংখ্যা কয়টি? – ৩টি

(জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য)


গ্রুপ রুলস: এগুলো সম্পর্কে জানা থাকলেই এ সংক্রান্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন।

  1. গ্রুপটা কেন? কারা এখানে পোস্ট করতে পারবেন?

বান্দরবানের নাগরিক জীবন, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য এই গ্রুপ। স্থানীয় বাসিন্দাসহ যে কেউ একে অন্যের সাহায্য চেয়ে পোস্ট দিতে পারবেন। নিজেদের ভেতর তথ্য আদান-প্রদান করতে পারবেন। ব্যক্তিগত আইডি থেকে পোস্ট দিতে হবে। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ পেইজের আইডি থেকে পোস্ট করতে পারবেন না। পোস্টে সুষ্পষ্ট তথ্য থাকতে হবে। অত্যন্ত অবহেলায় লেখা হয়েছে বোঝা গেলে পোস্ট এপ্রুভ হবে না। 

  1. অন্য গ্রুপ, পেইজ বা আইডির পোস্ট শেয়ার করা যাবে না

অন্য কোনো গ্রুপ, পেইজ, ইউটিউব চ্যানেল বা ব্যক্তিগত প্রোফাইলের পোস্ট এখানে শেয়ার দেয়া যাবে না। কিছু লিখতে চাইলে সরাসরি লিখে পোস্ট করবেন। আমাদের সহযোগী গ্রুপ বা পেইজ ছাড়া অন্য গ্রুপ বা পেইজের প্রচারনা চালানো যাবেনা। কমেন্টেও এ ধরনের লিংক দেওয়া যাবে না। আমাদের সহযোগী প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জনস্বার্থে তাঁদের প্রতিষ্ঠানের পেইজের পোস্ট ‘শেয়ার’ করতে পারবেন।

  1. সংবাদ শেয়ার দেবার নিয়ম

বান্দরবান জেলার বিষয়ে প্রকাশিত যে কোনো মানসম্পন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের সংবাদ শেয়ার করা যাবে। প্রথমে নিউজের স্ক্রীনশট পোস্ট করে কমেন্টে মূল নিউজের লিংক দেওয়া যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়া অন্য কেউ কপি করা ভিডিও আপলোড দিতে পারবেন না।

মানহীন সংবাদপত্র বা নিউজ পোর্টালের নিউজ, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার দেওয়া যাবে না। সবার জন্য সঠিক এবং মানসম্পন্ন নিউজগুলোই এপ্রুভ হবে। এ ব্যাপারে দয়া করে এডমিন প্যানেলের সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন।

  1. কমেন্ট করার ক্ষেত্রে যা যা মেনে চলতে হবে

পোস্টের সাথে মিল নেই এমন অপ্রাসঙ্গিক কমেন্ট। পোস্টের সাথে মিল আছে, কিন্তু অহেতুক বা অপ্রয়োজনীয় কমেন্ট। কাউকে অপ্রাসঙ্গিকভাবে মেনশন করা। কারো প্রতি আক্রমণাত্মক, অবজ্ঞা, অপমানসূচক কমেন্ট। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে বিরূপ কমেন্ট। একজনের বিজ্ঞাপনের পোস্টে অন্যজনের বিজ্ঞাপনী কমেন্ট। বিজ্ঞাপনী পোস্টে বিজ্ঞাপনদাতার সুনামের ক্ষতি হয় এমন অপমান/অবজ্ঞাসূচক কমেন্ট- এগুলো করবেন না। করলে প্রথমবার ৭ থেকে ২৮ দিনের জন্য সাসপেন্ড, পরেরবার স্থায়ীভাবে বহিষ্কার।

  1. ব্যক্তিগত/পারিবারিক ঘটনা এবং মানহানিকর বক্তব্য নয়

এখানে ব্যক্তিগত ও পারিবারিক ছবি বা আলোচনা পোস্ট করা যাবে না। কোনো ব্যক্তির পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুন্ন হয় এমন পোস্ট বা কমেন্ট দেওয়া যাবে না। ব্যক্তিগত আক্রমণ একেবারেই নিষিদ্ধ। জনস্বার্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ করতে চাইলে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সহকারে লিখতে হবে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আগে থানায় লিখিত অভিযোগ দিয়ে সেই অভিযোগের রিসিভড কপিসহ এখানে পোস্ট করবেন। এই গ্রুপের ব্যাপারে বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রুপ থেকে ব্যান করা হতে পারে।

  1. রাজনৈতিক বিতর্কের সূত্রপাত ঘটানো যাবে না

এটি একটি অ-রাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম। এখানে কোনো দল বা মতের রাজনৈতিক প্রচারনা চালানো যাবে না। কোনো রাজনৈতিক মতের বিরুদ্ধেও কিছু বলা যাবে না। কারো জন্মদিন, মৃত্যুদিন নিয়ে এখানে পোস্ট করা যাবেনা। তবে রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে মানসম্পন্ন নিউজ পোর্টাল, পত্রিকা বা টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ শেয়ার দেওয়া যাবে। জনগণের মধ্যে বিরোধ/সংঘাত/বিতর্ক তৈরি হতে পারে এমন পোস্ট বা মন্তব্য করা যাবে না। সামাজিক সম্প্রীতি ব্যাহত হয়, এমন পোস্ট এপ্রুভ করা হবে না।

  1. ভালো কাজের প্রশংসা করা যাবে, তবে…

বান্দরবান, এই জেলার বাসিন্দা বা বান্দরবান জেলা বিষয়ক যে কোনো ধরনের জনহিতকর কাজের স্বীকৃতি বা প্রশংসাকে আমরা উৎসাহিত করি। তবে চাটুকারিতার মাধ্যমে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর দৃষ্টি আকর্ষন করা হচ্ছে, এমন অনুমিত হলে সেই পোস্ট আর এপ্রুভ হবে না। স্বীকৃতি বা প্রশংসা এক জিনিস, চাটুকারিতা ভিন্ন জিনিস। চাটুকারিতা সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে।

  1. গ্রুপে বিজ্ঞাপন দেবার নিয়ম

এখানে নরমাল পোস্ট দেওয়া সম্পূর্ণ ফ্রি! তবে কোনো পণ্য বা সেবা বিক্রি/ভাড়ার পোস্ট দিতে চাইলে সেটার জন্য বিজ্ঞাপন ফি প্রযোজ্য। 01872512194 (bKash Personal) এই নাম্বারে ১০০ টাকা বিজ্ঞাপন ফি পাঠান। তারপর একই নাম্বারের হোয়াটসএপে বিকাশের স্ক্রীনশট এবং যে পোস্টের জন্য ফি দিয়েছেন সেটার স্ক্রীনশট দিন। বিজ্ঞাপনটি এপ্রুভ হয়ে যাবে।

  1. এটা মজা করার গ্রুপ নয়

আমাদের সেন্স অফ হিউমার খুবই নিম্নমানের। তাই পৃথিবীর কোনো আশ্চর্য ঘটনা, মজার ঘটনা, দুঃখের ঘটনা, কৌতুক বা রোমান্টিক ঘটনার ছবি, ভিডিও কিংবা লেখা এখানে শেয়ার করা যাবে না। কারো পোস্টে পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের মধ্যে দৃষ্টিকটুভাবে হাসি-তামাশা করা যাবে না। ইঙ্গিতপূর্ণ অশ্লীলতা বা অমার্জিত শব্দ বর্জনীয়। সর্বক্ষেত্রে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।

  1. এখানে ধর্মীয় বিষয় পোস্ট করা যাবে না

এই গ্রুপে ধর্মীয় আলাপ-আলোচনা বা প্রচারনা চালানো যাবে না। ধর্মীয় বিষয়ে আলোচনার জন্য অনেক ভালো ভালো গ্রুপ আছে। ধর্মের আলোচনা আমরা ওইসব গ্রুপে গিয়ে করবো, এখানে নয়। তবে বান্দরবানে অনুষ্ঠিত যে কোনো ধর্মের ধর্মীয় আচার-অনুষ্ঠান, উৎসব ইত্যাদির বিষয়ে মানসম্পন্ন নিউজ পোর্টাল, পত্রিকা বা টিভি চ্যানেলে প্রকাশিত নিউজ শেয়ার দেওয়া যাবে।

এই তথ্যগুলো এক নজর দেখে নিলে যে কেউ কুইজের উত্তর দিয়ে বিজয়ী হতে পারবেন বলে আশা করা যায়। বান্দরবানবাসী গ্রুপের সকল সদস্যের জন্য শুভকামনা।

শেয়ার করুন