বাজেটে বেড়েছে মুক্তিযোদ্ধা ভাতাসহ উপবৃত্তি ও অন্যান্য সুবিধা

বাজেট-২০১৯

বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার বিভিন্ন খাতের আওতা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বাজেট পেশ করা হয়।

প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে।

বয়স্ক ভাতা গ্রহণকারীর সংখ্যা ৪০ লাখ থেকে বাড়িয়ে ৪৪ লাখ করার প্রস্তাব হয়েছে।

বিধবা ও স্বামীনিগৃহীতা নারী ভাতা গ্রহণকারীর সংখ্যা ১৪ লাখ থেকে বাড়িয়ে ১৭ লাখ করার প্রস্তাব রয়েছে বাজেটে।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা গ্রহণকারীর সংখ্যা ১০ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ ৪৫ হাজার করার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপবৃত্তির সংখ্যা ৯০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা হয়েছে। উপবৃত্তির হার প্রাথমিক স্তরে ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা, মাধ্যমিক স্তরে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা, উচ্চমাধ্যমিক স্তরে ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

হিজড়াদের মধ্য থেকে উপকারভোগীর সংখ্যা ৬ হাজার জন করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী উপকারভোগীর সংখ্যা ৬৪ হাজার থেকে বাড়িয়ে ৮৪ হাজার করার প্রস্তাব করা হয়েছে।

বিভিন্ন অসুস্থতা ও জন্মগতভাবে অসুস্থ আর্থিক উপকারভোগীর সংখ্যা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার জন করা হয়েছে।

দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতার সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এ বছরের বাজেটে।

শেয়ার করুন