বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ১৪ই এপ্রিল পর্যন্ত

প্রতীকি ছবি

বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। আজ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে না আন্তর্জাতিক ও ঘরোয়া সকল ফ্লাইট। এর আগে এই নিষেধাজ্ঞা ছিল ৩১শে মার্চ পর্যন্ত। তবে ৩১শে মার্চের পরও অঘোষিতভাবে সকল ফ্লাইট বন্ধ ছিল।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো: মোকাব্বির হোসেন এই তথ্য জানান বিবিসি বাংলাকে। তিনি বলেন, ১৪ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ধরণের কার্যক্রমই বন্ধ থাকবে। এটা বাড়ানো হতে পারে কি না সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছেন না বাংলাদেশ বিমানের উর্ধ্বতন এই কমকর্তা। এই বিষয়ে তারা তাকিয়ে আছেন সরকারের দিকে।

এর আগে ২১শে মার্চ ১০ দিনের জন্য ১০ টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করেছিল বাংলাদেশ। ৩১শে মার্চ পর্যন্ত ছিল সেই নিষেধাজ্ঞা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান বলেন, “এখন শুধু চীনের সাথে যোগাযোগ আছে। বাকি দেশগুলোর সাথে বাংলাদেশ থেকে বিমানের যোগাযোগ ৭ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।” তবে এই নিষেধাজ্ঞা বাড়বে। কিন্তু কত তারিখ পর্যন্ত হবে তা এখনই বলতে পারছেন না বিমানবন্দরের এই কর্মকর্তা। এর আগে ২১শে মার্চ তিনি বলেন, “‘আমরা দেখতে পেয়েছি, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না”। তিনি জানান, এসব দেশ হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে আসা কোন বিমান বাংলাদেশে নামতে দেয়া হবে না।

এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। কারণ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলো এসব দেশ হয়েই চলাচল করে থাকে।

শেয়ার করুন