নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ১৯ অক্টোবর, শনিবার উপজেলার লেঙ্গুরা কালাপানি সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক ফ্রাংকম্যান সাংমা (৩৫) উপজেলার পাঁচগাও সীমান্তের মাইকেল জ্যাকসন সাংমার ছেলে। ফ্রাংকম্যান গাঁওবাড়ি সীমান্ত এলাকার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ভুলক্রমে ভারত সীমান্তের পিলারের ১৫০ গজ ভেতরে অবৈধভাবে ঢুকে পড়লে বিএসএফ টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
৩১ ব্যাটালিয়ন বিজিবি লেঙ্গুরা সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. আবুল কাশেম জানান, সীমান্তের ১১৭১ নম্বর পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে চলে গেলে বিএসএফ টহল দলের সদস্যরা ফ্রাংকম্যান সাংমাকে আটক করে নিয়ে যায়।
তিনি বলেন, ‘এ নিয়ে ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠালে তারা তা রিসিভ করেন। কিন্তু বিকেল ৩টায় আমি তাদের এখানে গেলে তারা কোনো রেসপন্স করেননি।’
পরে জানা গেছে, আটক ফ্যাংকম্যানের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এখন তাকে জেল খেটে হয়তো কয়েক মাস পর তাকে আসতে হবে বলে ধারণা এ বিজিবি কর্মকর্তার।