বসুন্ধরা গ্রুপের সহায়তায় চালু হলো ২ হাজার শয্যার করোনা হাসপাতাল

বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২ হাজার শয্যার করোনা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান।

বিশেষ প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় নির্মিত হাসপাতালটি চালু হয়েছে। ১৭ মে রোববার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অস্থায়ীভাবে নির্মিত এ হাসপাতালটির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল হক মিলন এবং ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পররাষ্ট্র উপদেষ্টা ড. সাজ্জাদ হায়দার।

উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালটিতে দুয়েকদিনের মধ্যেই রোগী ভর্তি শুরু হবে। এখানে আইসোলেশনের সব ধরনের সরঞ্জাম রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্সও সেখানে নিয়োগ দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, প্রথম ধাপে ৫০০ শয্যা চালু করা হবে। তার পরের ধাপে আরো ৫০০ এবং প্রয়োজন ‍বুঝে তার পরবর্তী ধাপে আরো ৫০০ বা ১০০০ শয্যা চালু করা হবে।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের সবচেয়ে বড় এই করোনা হাসপাতালটি তৈরি করতে সক্ষম হয়েছে বসুন্ধরা গ্রুপ। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়েছে। তারা যতদিন প্রয়োজন ততদিনই এটি ব্যবহার করতে পারবে।

তিনি এ হাসপাতালে সাংবাদিকদের জন্য ২০০ শয্যা রিজার্ভ রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেন।

পরে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরাও করোনা মোকাবেলায় ফ্রন্ট ফাইটার। তাদের বিষয়টি বিবেচনাধীন আছে। আমরা সব হাসপাতালেই সাংবাদিক, পুলিশসহ ফ্রন্ট ফাইটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।

শেয়ার করুন