বৃহস্পতিবার রাত থেকে লকডাউন হওয়ার কথা ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। কিন্তু তা ভুল ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। কাজেই এলাকাটি লকডাউন হচ্ছে না।
করোনা সংক্রমন বেড়ে যাওয়ার কারণে বসুন্ধরা আবাসিক এলাকার নাম রেড জোনের তালিকায় উঠে আসে। যে কারণে গতকাল রাতে মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয়েছিল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে পুরো এলাকা লকডাউন করা হবে। ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম জানিয়েছিলেন, সিটি করপোরেশনের নির্দেশনার ভিত্তিতে তারা লকডাউন প্রক্রিয়া শুরু করেছিলেন।
এ পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।