বসন্তবরণে মাতলো বান্দরবান সরকারি কলেজ

বান্দরবান সরকারি কলেজে আয়োজিত বসন্তউৎসবে ফুলে ফুলে এক বন্ধুকে সাজিয়ে দিচ্ছেন অন্যজন।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে দিনব্যাপী ছিলো সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির আয়োজন। সকালে কলেজের উন্মুক্ত মঞ্চে ঐতিহ্যবাহী শাড়ি-পাঞ্জাবি পরে বসন্তবরণ উৎসবে যোগ দেন সবাই।

বান্দরবান সরকারি কলেজে আয়োজিত বসন্তউৎসবে আনন্দে মেতে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীরা

উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মকছুদুল আমিন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শহুরে জীবনে বাংলার বারো মাস ও ছয় ঋতুর স্বাদ, গন্ধ ও বৈচিত্র্য অনুভব করা প্রায় অসম্ভব। বিশ্বায়নের এই যুগে ঋতুবৈচিত্র্যের রুপ হারিয়ে যাচ্ছে। তাই বাঙালির ঐতিহ্য এবং ইতিহাস ধরে রাখতে ঋতুভিত্তিক উৎসবের গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি কলেজের নবগঠিত সঙ্গীত ক্লাবেরও উদ্বোধন ঘোষণা করেন।


বান্দরবান সরকারি কলেজে আয়োজিত বসন্তউৎসবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান

এর পর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান শারমীন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান সোহানের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন