ফ্যাশন দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রতি বছর ৫০০ জনের তালিকা প্রকাশ করে ‘বিজনেস অব ফ্যাশন’ নামের একটি প্রতিষ্ঠান। এবারও তারা এই তালিকা প্রকাশ করেছে। যেখানে বলিউডের একমাত্র প্রতিনিধি দীপিকা পাড়ুকোন। অভিনয়, ফ্যাশন দুনিয়ায় তাঁর প্রভাব, বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, আয় ইত্যাদি বিবেচনায় নিয়ে অভিনেত্রীকে এ তালিকায় রাখা হয়েছে। বিজনেস অব ফ্যাশন এক বিবৃতিতে জানায়, ‘দীপিকা বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। এপ্রিলে তিনি ভোগ আমেরিকার কাভারে স্থান পেয়েছিলেন। গেল বছর টাইমের ১০০ প্রেরণাদায়ী ব্যক্তিত্বের তালিকাতেও ছিলেন। এ ছাড়া বিভিন্ন চলচ্চিত্র উৎসব, ফ্যাশন উইকে তাঁর উপস্থিতিও চোখে পড়ার মতো। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। সব মিলিয়ে তাঁকে এ তালিকায় রাখা হয়েছে।’
‘বিওএ ৫০০’র এবারের তালিকায় জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় মডেল, অভিনেত্রী ও উদ্যোক্তারা।