শুরুর ছন্দ শেষ দিকে ধরে রাখতে পারেনি চট্টগ্রাম আবাহনী। পিছিয়ে পড়ে শিরোপা লড়াই থেকে। এ কারণেই কোচ সাইফুল বারী টিটোকে ছাঁটাই করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
টিটোকে বাদ দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ।
“লিগের শেষ দিকে দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় টিটো ভাইকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আপাতত জুলফিকার মাহমুদ কোচের দায়িত্ব পালন করবেন।”
লিগের ২০ রাউন্ড শেষে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। লিগের বাকি রয়েছে দুটি করে ম্যাচ।
গত তিন ম্যাচের বাজে পারফরম্যান্সে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়ে আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ২-০ গোলে হারের পর ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করে লিগের গতবারের রানার্সআপরা। শেষ ম্যাচে শেখ জামালের কাছে হারে ৩-১ ব্যবধানে।