বরই চাষে লাখপতি হলেন তিন ভাই

দীপ্তিময় তঞ্চঙ্গ্যা এবং তাঁর দুই ভাই বান্দরবানের পাহাড়ি জমিতে বলসুন্দরী বরই চাষ করে ভাগ্য বদলেছেন। ২০২৩ সালে শুরু করা এই চাষে তাঁরা প্রথম বছরেই ৬ লাখ টাকার বরই বিক্রি করেন। এবছর ফলন বেড়ে তাঁরা ২২ লাখ টাকার বরই বিক্রির প্রত্যাশা করছেন। খুলনার পাইকগাছা থেকে চারা এনে শুরু হওয়া এই উদ্যোগে কেমনভাবে তাঁরা সফল হলেন এবং কীভাবে বরই বাগান অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিয়েছে—জানতে দেখুন পুরো ভিডিওটি।

শেয়ার করুন