টানা বর্ষনের প্রভাবে সৃষ্ট বন্যার কারণে বান্দরবানের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্থ হয়ে পড়েছে। ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিভিন্ন উপজেলায় খাদ্য সংকটের আশংকাও করা হচ্ছে।
টানা ছয়দিন বান্দরবানের সাথে দেশের অন্যান্য স্থানের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় পণ্যবাহী যানবাহনের আসাযাওয়া বন্ধ রয়েছে।
বান্দরবান সদর ছাড়াও লামা. আলীকদম. রুমায় নিত্যপণ্য সংকটে চড়া দামে বেচাকেনা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মাছ মাংসের সরবরাহ গতকাল শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেছে।
বান্দরবান শহরের কাঁচা বাজারটিও এখন পানির নীচে। সেখানকার ব্যবসায়ীরা মজুদ করা শাকসবজি সরিয়ে নিয়েছেন। ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম থেকে কোনো মালামাল আসছে না। ফলে শাকসবজির সরবরাহ বন্ধ। যা আছে তাও আজকের ভেতর শেষ হয়ে যাবে।
মাছে বাজারে গিয়েও দেখা গেছে একই অবস্থা। কিছু ফ্রিজিং করা মাছ ছাড়া আর কোনো মাছ নেই। যা আছে তাও কয়েকগুন বেশি দামে বিক্রি হচ্ছে।
গতকাল শুক্রবার দিনভর বৃষ্টি কম হওয়ায় সাঙ্গু নদীর পানি কিছুটা কমে গিয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটালেও শনিবার থেকে আবারো ভারী বৃষ্টি শুরু হলে জনজীবনে স্তবিরতা নেমে আসে।