বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম পাহাড়ি পাড়ায় বড়দিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯৭ পদাতিক ব্রিগেডের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী পাড়াগুলোতে ৩৮ ই বেঙ্গলের তত্ত্বাবধানে চিকিৎসাশিবিরে ১০৯ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি, রুমার জারুলিয়াছড়ি পাড়ায় দরিদ্র ম্রো জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, তেল, চিনি, চা-পাতা, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বড়দিনের এ সহায়তা পেয়ে পাড়াবাসী সন্তুষ্টি প্রকাশ করেন। সেনাবাহিনীর কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তাদের তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।