অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে রঞ্জনা সৌমী’র কবিতার বই ‘বিষাদী দোলনচাঁপায় কাঠপোড়া গন্ধ’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১ নম্বর প্যাভেলিয়নে। ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশন ও জার্নিম্যান বুক্স- যৌথভাবে বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন কবি তারিক সুজাত। সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ ‘পোস্টবক্স’। ২০০ টাকা দামের বইটি মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়।
বইটির শিরোনাম-কবিতার কিছু অংশ এরকম-
‘শহরের ভাঁজে হঠাৎ করেই ঢুকে গেলো বনটা, / মেঠো রাস্তা বেয়ে শীতের আগমনী গান দেবীপক্ষের / এই পঞ্চমী রাতে, / কামিনী গন্ধে মাতাল বাতাস আর ঝিঁঝির ডাক তখন / মিলেমিশে নেপথ্য বাদ্য, / ব্যাঙেরাও কম যায় না, সুরে দারুন ছন্দ! / এমন রাতে বাড়ি ফিরে খুব একা লাগে, / ইচ্ছে করে, কাউকে ডেকে জানাই… / শুনছো, আমি বাড়ি ফিরেছি, / কিংবা… / জানো, আজ বারবার তোমার ভাবনা আমায় / বিড়ম্বনায় ফেলেছিল!’
লেখক পরিচিতি: রঞ্জনা সৌমী। পেশায় বহুবছর যাবৎ একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। মনের খেয়ালে ক্যানভাস রাঙান আর ভালোবাসেন যখন-তখন হারাতে, পাহাড়ে, ঝর্নায়, প্রকৃতির আপন সান্নিধ্যে। নিজস্ব এক পাহাড়ে স্বপ্ন বুনে চলে তার বোহেমিয়ান মন।