আজকাল সকলেই প্রায় ফেসবুক ব্যবহার করেন৷ আর নতুন অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয় কনট্যাক্ট নম্বর৷ কিন্তু, জানেন কী ফেসবুক ইউজারদের কনট্যাক্ট নম্বর শেয়ার করে থাকে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে, যাতে তারা ইউজারদের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্যকে পরীক্ষা করতে পারেন৷ সেখান থেকেই ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ সম্পর্কে ধারণা করা হয়ে থাকে৷
সেখানে ইউজাররা নিজেদের শেয়ার করা, লাইক করা বিষয় সম্পর্কিত বিভিন্ন অ্যাড দেখতে পাবেন৷আর সেই পছন্দের উপর ভিত্তি করেই বিভিন্ন ধরণের বিজ্ঞাপন দেখতে পাবেন ইউজার৷তাই বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচতে এখনই ডিলিট করুন নিজের নম্বরটিকে৷ফলো করুন নির্দিষ্ট স্টেপগুলি৷
ফেসবুকে লগ-ইন করুন৷ সেটিংসে গিয়ে জেনারেল সেটিংস অপশনটিতে ক্লিক করুন৷ সেখান থেকেই রিমুভ অপশনটিকে সিলেক্ট করলে একটি ওটিপি নম্বর আসবে৷ সেটিকে দিয়ে কনফর্ম করুন৷ কনফর্ম বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ হবে পুরো প্রক্রিয়াটি৷ পার্মানেন্টভাবে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে নম্বরটি৷