ফেরদৌস চৌধুরীর মৃত্যুতে বিএনপি নেতা জাবেদ রেজার শোক

জাবেদ রেজা।

বান্দরবানের প্রবীন মুরব্বী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদের পিতা আলহাজ্ব ফেরদৌস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বান্দরববান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা। এক শোক বার্তায় তিনি শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্বার শান্তি কামনা করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরণ করেন প্রবীন এই মুরব্বী। ৭০ বছর বয়স্ক এই প্রবীন ব্যক্তি মৃত্যুর সময় স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে সন্তান এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

শেয়ার করুন