ফেব্রুয়ারি থেকে পেনশনের টাকা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে ব্যাংক একাউন্টে

একে তো বয়স্ক মানুষ। তার ওপর বেশিরভাগ পেনশনারই কোনো না কোনোভাবে অসুস্থ থাকেন। এই অসুস্থ শরীর নিয়ই তাঁদের প্রতি মাসে ঘুরে বেড়াতে হয় হিসাবরক্ষণ অফিস ও ব্যাংকে। পেনশনের টাকা তোলা নিয়ে এই হয়রানির দিন শেষ হতে চলেছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে সব সামরিক ও বেসামরিক পেনশনারদের পেনশনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ ব্যাংকে চলে যাবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ এর ৭ জানুয়ারি ২০১৮ তারিখে জারিকৃত এক পত্রে এই ঘোষণা দেয়া হয়। ফেব্রুয়ারি ২০১৮ থেকে এই পদ্ধতি চালুর জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিল দাখিল ব্যতীত পেনশনারদের পূর্ববর্তী মাসের উত্তোলনের ভিত্তিতে ইএফটি এর মাধ্যমে এসব অর্থ প্রেরণ করা হবে। তবে, এই পদ্ধতিতে পেনশন গ্রহণকারীকে বছরে একবার (এগারতম মাসে) আবশ্যিকভাবে সশরীরে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হওয়ার বর্তমান ব্যবস্থা চালু থাকবে বলেও পত্রটিতে জানানো হয়।

পেনশনারদের অর্থ উত্তোলনের পদ্ধতি সহজ করার জন্যেই এই পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন