সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচারের ৩ দিনের মাথায় অবৈধ দখলকৃত ফুটপাথ উদ্ধার অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
গত ৬ মে রাজধানীর কাঁটাবন এলাকায় তৈরি পোশাকের শো-রুম টপ-টেন এর সামনে ফুটপাথ দখল করে গাড়ি পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। পথচারীদের দুর্ভোগের করুণ চিত্র তুলে ধরা হয়েছিলো সেই লাইভে। এ সময় স্থানীয়রাও ব্যারিস্টার সুমনের এই প্রতিবাদে সমর্থন জানান।
সেই লাইভ ভিডিওতে অল্প সময়ের মধ্যে প্রায় ৮৭ হাজার রিএ্যাক্ট করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ভিডিওটি দেখেন প্রায় তেরো লাখেরও বেশি মানুষ। এটি শেয়ার হয় প্রায় ২৪ হাজার। ব্যাপারটি সিটি কর্পোরেশনের নজরে এলে ৯ মে ফুটপাথ উদ্ধার অভিযানে নামে তারা।
এরপর উচ্ছেদ অভিযানের কয়েকটি ছবি শেয়ার দিয়ে ব্যারিস্টার সুমন লেখেন, ‘লাইভ করার মাত্র দুই দিনের ভিতর ভেঙে দেয়া হলো কাটাবনের ফুটপাতের উপর নির্মিত পার্কিং। ধন্যবাদ মাননীয় মেয়র। কৃতজ্ঞতা রইল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি।’
ফেসবুক পেজে ব্যারিস্টার সুমন বিষয়টি উল্যেখ করে লেখেন, “লাইভ করার মাত্র দুই দিনের ভিতর ভেঙে দেয়া হলো কাটাবনের ফুটপাতের উপর নির্মিত পার্কিং। ধন্যবাদ মাননীয় মেয়র। কৃতজ্ঞতা রইল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি”।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর। তিনি জনস্বার্থে ফেসবুক লাইভের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে দেশব্যাপী বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর এই কার্যক্রমকে সাধারণ মানুষ খুব ইতিবাচকভাবে নিলেও কিছু স্বার্থান্বেষী মহল তাঁকে দমাতে উঠেপড়ে লেগেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
লাইভ ভিডিওটির লিংক: কাঁটাবনের কাঁটা- সরানোর আছে কি কেউ?