ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রবিন বাহাদুর

প্রতিবেদক।।ছাত্রলীগ কেন্দ্রীয় র্কাযর্নিবাহী কমিটির সদস্য মনোনিত হওয়ায় র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর পুত্র রবিন বাহাদুরকে র্সংবধণা দিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক।। ছাত্রলীগ কেন্দ্রীয় র্কাযর্নিবাহী কমিটির সদস্য মনোনিত হওয়ায় র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর পুত্র রবিন বাহাদুরকে র্সংবধণা দিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ।বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই ছাত্র র্সংবধণার আয়োজন করা হয়।

ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসময় জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা লক্ষীপদ দাস, আব্দুর রহিম চৌধুরী, অমল কান্তি দাশ, অজিত কান্তি দাশ,শামসুল ইসলাম, চৌধুরী প্রকাশ বড়ুয়া, ছাত্রলীগ নেতা জনি সুশীলসহ বিভিন্ন অংগ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা রবিন বাহাদুরের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনিত হওয়ায় স্বাগত জানান। তারা রবিন বাহাদুরের মঙ্গল ও উন্নতি কামনা করেন এবং বিভিন্ন পর্রামশ দেন।

হলুদিয়া থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত রবিন বাহাদুরকে মটরসাইকেল শোভাযাত্রায় বরণ করে নেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এর আগে সদরের হলুদিয়া থেকে রবিনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ছাত্রলীগ নেতা কর্মীরা।সেখান থেকে মটরসাইকেল শোভাযাত্রা করে শহর প্রদক্ষিণ করে তারা।এসময় শোভাযাত্রায় ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এদিকে এ র্সংবধনার মধ্য দিয়ে বান্দরবানের ছাত্র রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন র্পাবত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ছেলে রবিন বাহাদুর।

রবিন বলেন, র্দীঘ ৩০ বছর ধরে তার পিতা বীর বাহাদুর বান্দরবানের উন্নয়নের কাজ করে গেছেন। আমি সে পথেই চলতে চাই।বাবার শেখানো নীতিকে ধারণ করেই সম্প্রীতির বান্দরবানের মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। আর এ জন্য সকলের সহযোগিতা কামনাও করেন রবিন বাহদুর।

রবিন বাহাদুরের পিতা বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান ৩০০ নম্বর আসনে পাঁচবারের র্নিবাচিত সংসদ সদস্য।পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বীর বাহাদুর সকলের কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছেন।

আর বাবার সেই ইমেজকে কাজে লাগিয়ে আগামি দিনের আওয়ামী রাজনীতিতে ভূমিকা রাখতে চায় তারই সন্তান রবিন বাহাদুর।

 

শেয়ার করুন