নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি।। সাহসিকতার পুরস্কারস্বরুপ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপির দলনেতা (পিসি) আলী হোসেন রাষ্ট্রপতি পদক লাভ করেছেন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার মৃত মেহের আলী ছেলে।
আলী হোসেন এ বছর প্রেসিডেন্ট ভিডিপি পদক (সাহসিকতা) ভূষিত হয়েছেন। সম্প্রতি গাজীপুরের শফিপুর আনসার-ভিডিপি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তাঁকে এই পদক পরিয়ে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। এ সময় তাঁকে ৫০ হাজার টাকার একটি চেকও দেওয়া হয়। আলী হোসেন ১৯৮২ সালে আনসার-ভিডিপিতে যোগদান করে দলনেতা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছেন।