প্রি-পেইড মিটার লাগানোর পর থেকে বিলের কোন হিসাব বা হদিস পাচ্ছেন না অনেকেই। তাই হামেশাই শোনা যায়, আগের মিটার ভালো ছিলো। এখন দ্বিগুণ-ত্রিগুণ বিল আসছে। প্রতি মাসে নানা ধরনের চার্জ কাটছে। আমরা পাঠকদের এই কৌতুহল মেটাতে একটা ছোট হিসাব করেছি। আবাসিক মিটারে ডিমান্ড চার্জ, ভ্যাটসহ অন্যান্য চার্জ মিলিয়ে গড়ে ৮ টাকা ধরা হয়েছে। (গ্রাহকের শ্রেণী অনুযায়ী এটা কিছু কম বা বেশি হতে পারে)।
আবাসিক গ্রাহকদের জন্য গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ টাকা। সেই হিসেবে কতটা খরচ হচ্ছে সিলিং ফ্যান, ফ্রিজ, কিংবা মোবাইল চার্জারের পেছনে—এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন না।
আমরা হিসাব করে দেখেছি, দৈনন্দিন ব্যবহৃত ২০টি জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইস এক ঘণ্টায় গড়ে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে এবং তার বিপরীতে আপনার বিল কত উঠতে পারে।
নিচের ছকে চোখ রাখলেই পরিষ্কার হবে—মাস শেষে বিলের ভার বাড়ছে আসলে কোন যন্ত্রটির জন্য। নাকি সমস্যা অন্য কোথাও?

- এই হিসাবটি বিদ্যুৎ বিভাগের কোনো অফিসিয়াল হিসাব নয়, শুধুমাত্র গ্রাহকদেরকে খরচের একটা প্রাথমিক ধারনা দেবার জন্য তৈরি করা হয়েছে।

















